জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রণীত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার (১৯৭৩-৭৮) রূপরেখা অনুযায়ী সোস্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল (এসএসআরসি) প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সামাজিকবিজ্ঞানে গবেষণার উন্নয়ন ও সমন্বয়সাধন, বাংলাদেশ সরকারের সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য গবেষণালব্ধ ফলাফল সরবরাহ এবং দক্ষ গবেষক তৈরিতে সহায়তা করা। উক্ত লক্ষ্য পূরণে প্রতিষ্ঠানটি আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানকে আর্থিক মঞ্জুরী প্রদান করে আসছে। বিশ্বের বহুদেশে এসএসআরসির মত এ প্রতিষ্ঠানটি রয়েছে এবং আর্থ-মনো-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের গবেষণায় ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানটি অষ্ট্রেলিয়ায় অবস্থিত কেন্দ্রীয় প্রতিষ্ঠান Association of Asian Social Science Research Council (AASSREC) এর সদস্য। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির আর্থিক মঞ্জুরীতে গবেষণা কার্যক্রম শুরু হতে ২০১৭ সাল পর্যন্ত ৬০৩ গবেষণা সমাপ্ত হয়েছে। এই প্রতিষ্ঠানের গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রম সামাজিকবিজ্ঞান গবেষণা নীতিমালা এবং কর্মকৌশল-২০১৭ অনুযায়ী পরিচালিত হচ্ছে।